Home » , , , » গাছ ফেলে ১২ কিলোমিটার মহাসড়ক অবরোধ উত্তরের ৮ জেলা বিচ্ছিন্ন

গাছ ফেলে ১২ কিলোমিটার মহাসড়ক অবরোধ উত্তরের ৮ জেলা বিচ্ছিন্ন

Written By Unknown on Thursday, December 12, 2013 | 6:12 AM

জামায়াত নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার ঘোষণার পর থেকে বিক্ষুব্ধ হয়ে উঠে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। তারা মঙ্গলবার রাত ৮টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রংপুরের মিঠাপুকুরের শঠিবাড়ী এলাকা থেকে পায়রাবন্দ রোকেয়া সরণি পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার এলাকা দখলে নেয়।
এ সময় রাস্তার দুই ধারের শ’ শ’ গাছ কেটে অবরোধ করে ফেলে ঢাকা-রংপুর মহাসড়ক। ফলে মঙ্গলবার রাত থেকেই দেশের সঙ্গে রংপুর বিভাগের ৮ জেলার সব প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে করে রংপুরের সর্বত্রই উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বিজিবি, র‌্যাব ও পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে নাশকতা প্রতিরোধে অবস্থান নেয়। জামায়াত-শিবিরের মহাসড়ক অবরোধের কারণে ঢাকা থেকে প্রকাশিত কোন জাতীয় পত্রিকা রংপুরে না আসায় গ্রাহকরা পড়তে পারেনি তাদের কাঙিক্ষত পত্রিকা। রংপুর সংবাদপত্র এজেন্ট এসোসিয়েশনের সভাপতি তোহাম্মেল হোসেন মজনু বলেন, শিবিরের তাণ্ডব ও সড়ক অবরোধের কারণে বেলা ৩টা পর্যন্ত সংবাদপত্রবাহী গাড়ি এ বিভাগের কোন জেলায় ঢুকতে পারেনি। মিঠাপুকুর থানার ওসি মোয়াজ্জেম হোসেন জানান, মঙ্গলবার বিকাল থেকেই জামায়াত-শিবিরকর্মীরা ভাঙচুর-তাণ্ডব শুরু করে। এতে করে আওয়ামী লীগের সঙ্গে তাদের সংঘর্ষ বেঁধে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে পরিস্থিতি কিছুক্ষণ শান্ত হলেও রাতে নতুন করে জামায়াত-শিবির একত্রিত হয়ে ১২ কিলোমিটার রাস্তায় গাছ কেটে ফেলে দিয়ে দেশের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এ রিপোর্র্ট লেখা পর্যন্ত তিনি জানান, গাছ অপসারণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হচ্ছে। পুলিশ নাশকতার অভিযোগে ৩ বিএনপি-শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. XNews2X - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু