Home » , , » কাদের মোল্লার ফাঁসির রায় অবিলম্বে স্থগিতের আহ্বান

কাদের মোল্লার ফাঁসির রায় অবিলম্বে স্থগিতের আহ্বান

Written By Unknown on Monday, December 9, 2013 | 8:20 AM

১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী দলের শীর্ষস্থানীয় নেতা কাদের মোল্লার বিরুদ্ধে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় অবিলম্বে স্থগিত করা উচিত।
স্বচ্ছ ও ন্যায় বিচার প্রশ্নে তা করা উচিত বলে মনে করে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গতকাল সংস্থটির এক প্রতিবেদনে এ আহ্বান জানানো হয়। ‘বাংলাদেশ: হল্ট এক্সিকিউশন অব ওয়ার ক্রাইমস অ্যাকিউজড’ শীর্ষক প্রতিবেদনটি এইচআরডব্লিউ’র নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। কাদের মোল্লাকে আপিলের সুযোগ দেয়া উচিত বলেও মন্তব্য করা হয় ওই প্রতিবেদনে। এইচআরডব্লিউ’র এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, যে কোন পরিস্থিতিতে হিউম্যান রাইটস ওয়াচ মৃত্যুদণ্ডের রায়ের বিরোধিতা ও একে অপরিবর্তনীয়, অবমাননাকর ও নিষ্ঠুর শাস্তি হিসেবে বিবেচনা করে। তিনি বলেন, অতীত পর্যালোচনায় যেখানে মৃত্যুদণ্ডের বিধান কার্যকর করতে আইন পাস করা হয় এবং চূড়ান্ত রায় ঘোষণার পর সে রায়ের বিরুদ্ধে আপিল করার অধিকার দেয়া হয় না, সেসব ক্ষেত্রে এটা বিশেষভাবে তিরস্কারযোগ্য। মানবাধিকার সংগঠনটির অভিযোগ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে রায় দিয়েছে, সেখানে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা হয়নি। হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশে যুদ্ধপরাধের বিচার চায় বলে মন্তব্য করেন ব্র্যাড অ্যাডামস। কিন্তু, সেটা আন্তর্জাতিক মানদণ্ডে হতে হবে বলে মন্তব্য করেন তিনি।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. XNews2X - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু