Home » , , , » হাজারীর মনোনয়ন বাতিল

হাজারীর মনোনয়ন বাতিল

Written By Unknown on Friday, December 6, 2013 | 7:05 AM

গ্যাস বিল বকেয়া থাকায় ফেনী-১ ও ৩ আসনে ফেনীর সাবেক এমপি ও  আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা জয়নাল আবেদিন হাজারীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং অফিসার।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ১ আসন ও দুপুরে ৩ আসনের শুনানি শেষে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা হুমায়ুন কবির খোন্দকার শুনানি শেষে এ মনোনয়ন বাতিলের ঘোষণা দেন। রিটার্নিং কর্মকর্তা জানান, ১১ বছর ৮ মাসের গ্যাস বিল বকেয়া থাকায় ফেনী-১ (পরশুরাম ফুলগাজী, ছাগলনাইয়া) আসন ও ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে জয়নাল আবেদিন হাজারীর মনোনয়ন বাতিল করা হয়। একই কারণে ফেনী-৩ আসনের মনোনয়ন বাতিল  করা হয়। এসময় জয়নাল আবেদিন হাজারী উপস্থিত ছিলেন। ফেনী-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া খায়রুল বাসার তপন ও জাসদের কেন্দ্রীয় নেত্রী শিরিন আক্তারের মনোনয়ন ছাড়া জয়নাল আবেদিন হাজারী ছাড়াও জাতীয় পার্টির প্রার্থী গোলাম মাওলা চৌধুরী, বিএনএফের শাহরিয়ার কবিরের মনোনয়ন বাতিল করা হয়।  ফেনী-৩ আসনে ৪ জন প্রার্থীর মধ্যে শুধু জয়নাল আবেদিন হাজারীর গ্যাস বিল বকেয়া থাকায় বাতিল করা হয়। এ আসনে বাকি ৩ জন প্রার্থী হলেন- আওয়ামী লীগের প্রার্থী আবুল বাসার, জাতীয় পার্টির রিন্টু আনোয়ার ও স্বতন্ত্র হাজী রহিম উল্লাহ।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. XNews2X - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু