Home » » বিশিষ্ট নাগরিকদের মানববন্ধনের মাইক কেড়ে নিল পুলিশ-অপহরণ, গুম ও খুনের প্রতিবাদ

বিশিষ্ট নাগরিকদের মানববন্ধনের মাইক কেড়ে নিল পুলিশ-অপহরণ, গুম ও খুনের প্রতিবাদ

Written By setara on Saturday, May 3, 2014 | 6:35 AM

গুম, খুন ও অপহরণের কারণে আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবনের সামনে উদ্বিগ্ন নাগরিক সমাজের মানববন্ধন ও সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। সমাবেশের জন্য আনা মাইকের নিয়ন্ত্রক ও যে রিকশায় মাইক ছিল তার চালককে আটক করেছে পুলিশ। এ সময় সমাবেশের ব্যানার ফেস্টুন ও লিফলেট কেড়ে নেয় পুলিশ। তবে পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে মানববন্ধন ও সমাবেশ করেছে উদ্বিগ্ন নাগরিক সমাজ। তারা দেশব্যাপী যে গুম, খুন ও অপহরণ শুরু হয়েছে, তার সঙ্গে জড়িত প্রত্যেকের শাস্তির দাবি জানিয়েছে। সমাবেশে টিআইবির চেয়ারপারসন এবং আইন ও শালিস কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, 'সারা দেশে গুম, অপহরণ হত্যা নিয়ে আমরা উদ্বিগ্ন শঙ্কিত। আমাদের এই শঙ্কা জানাতেই এই সমাবেশের আয়োজন করেছিলাম। এতেও যে পুলিশ বাধা দিয়েছে, তার প্রতি আমরা ধিক্কার জানাই। আমাদের শেষ মৌলিক অধিকারটুকু সঙ্কুচিত হতে চলেছে। এটা হতে পারে না। আমরা আশা করি সরকার তা বুঝতে পারবে। গুম অপহরণের সঙ্গে জড়িতদের শাস্তির ব্যবস্থা করবে।'
আইনজীবী শাহদিন মালিক বলেন, 'এ দেশে যেন গুম ও অপহরণ না হয় সে দাবি জানাতেই আমরা একত্রিত হয়েছি। এ সমস্ত অপরাধের সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে।' তিনি নারায়ণগঞ্জের র্যাব-১১ এর সব সদস্যকে প্রত্যাহারের দাবি জানান।' সুজনের কেন্দ্রীয় সম্পাদক বদিউল আলম মজুমদার সমাবেশে বলেন, 'যেকোনো অন্যায়ের প্রতিবাদ জানানো নাগরিকের মৌলিক অধিকার। সেই অধিকারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাধা সৃষ্টির ক্ষমতা রাখে না।' সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, হেফাজতে ইসলামের লাখো লাখো সদস্য সশস্ত্র অবস্থায় সমাবেশ করতে পারে। আর আমরা অন্যায়ের প্রতিবাদ জানাতে এলে তাতে বাধা দেওয়া হচ্ছে। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, গুম, অপহরণ ও হত্যাকারীদের বিচার সরকারও চায়। তাহলে এই বিচার চাওয়া কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে কেন? আইনজীবী জেড আই খান পান্না বলেন, পুলিশের ক্ষমতা খর্ব করা হয়েছে। পুলিশের সব ক্ষমতা র্যাব কেড়ে নিয়েছে। পুলিশকে তার ক্ষমতা ফিরে পেতে সোচ্চার হতে হবে। সংসদ ভবনের সামনে যখন উদ্বিগ্ন নাগরিক সমাজের সমাবেশ যখন চলছিল তখন পুলিশের সাজোয়াযান শব্দ করে চারদিকে টহল দিচ্ছিল।

0 comments:

Post a Comment

 
Support : Dhumketo ধূমকেতু | NewsCtg.Com | KUTUBDIA @ কুতুবদিয়া | eBlog
Copyright © 2013. XNews2X - All Rights Reserved
Template Created by Nejam Kutubi Published by Darianagar Publications
Proudly powered by Dhumketo ধূমকেতু